![]()
তিনি বলেন, তাদের কথায় বর্তমান সরকারের দুর্নীতির যে সামগ্রিক চিত্র, সেটাই প্রকাশিত হয়েছে। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এ কথা বলেন। আগের দিন শনিবার বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভার বৈঠকের সিদ্ধান্ত ও আলোচনা তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়া এবং তা আমদানির বিষয়গুলো নিয়ে সরকার এখনো কোনো নিশ্চয়তা দিতে পারেনি। ভ্যাকসিন দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত সরকার নির্দিষ্ট সময় ঠিক করতে পারেনি। তিনি বলেন, আমদানির বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। বিষয়গুলো অস্পষ্ট। ভ্যাকসিন মানুষের জীবন রক্ষাকারী একটি বিষয়। এই ভ্যাকসিন নিয়েও তারা দুর্নীতি করছে। বেক্সিমকো গ্রুপকে করোনার টিকা আমদানির দায়িত্ব দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব বলেন, আমদানির প্রক্রিয়ায় অস্পষ্টতা, স্বজনপ্রীতি ও দুর্নীতির ফলে জনগণের টিকা প্রাপ্তি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামী বুধবার সারা দেশে জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ-মানববন্ধনের কর্মসূচি পালন করবে বিএনপি। এক-এগারো স্মরণে সোমবার বেলা ৩টায় বিএনপি কেন্দ্রীয় ভার্চ্যুয়াল আলোচনা সভা করবে বলেও জানান মির্জা ফখরুল। পালাবদল/এমএ
|