
সংগৃহীত ছবি
ঢাকা: রাজধানীর ধানমন্ডির সংগীত বিদ্যাপীঠ ছায়ানট ভবনে ব্যাপক ভাঙচুর চালান বিক্ষুদ্ধরা। এতে সিসি ক্যামেরা, ভবনের দরজা, জানালা ও অন্যান্য সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
কম্পিউটার, ল্যাপটপ ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে এ সময়। আগুন দেয়া ভবনের বাইরে। পরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনতলার একটি কক্ষে হারমোনিয়াম ও স্তুপ আকারে রাখা কিছু বই পোড়ানো হয়েছে। সনজীদা খাতুন ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পেইন্টিংটি কেটে ফেলা হয়েছে। পরে রাত সোয়া তিনটায় ছায়ানট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করে।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আসার পর রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান নেয় বিক্ষুদ্ধরা। এ সময় একদল বিক্ষোভকারী রাত ১টার পর জড়ো হতে থাকেন ধানমন্ডির শংকরে ছায়ানট ভবনের সামনে।
বৃহ্স্পতিবার রাত দেড়টা থেকে আড়াইটার মাঝামাঝি সময়ে একদল ধানমন্ডির সাততলা এ ভবনের নিচতলা থেকে শুরু করে বিভিন্ন তলায় গিয়ে প্রতিটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারী।
পালাবদল/এসএ