সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২
সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
 
রাজধানী
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক





নিজস্ব প্রতিবেদক
Sunday, 14 December, 2025
5:21 PM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম আবদুল হান্নান।

আবদুল হান্নানের (৪০) বাবার নাম আবদুল করিম। তিনি রাজধানীর মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা।

গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে ডিআর টাওয়ার ও বায়তুস সালাম জামে মসজিদের মধ্যবর্তী স্থানে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।

র‍্যাব-২-এর উপপরিদর্শক (এসআই) বিপ্লব বড়ই জানান, গুলিবর্ষণের ঘটনায় ‘ঢাকা মেট্রো-ল ৫৪-৬৩৭৫’ নম্বরের একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল। ওই মোটরসাইকেলের মালিক আবদুল হান্নান। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গতকাল শনিবার বিকেলে তাকে আটক করা হয়। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, র‍্যাব একজনকে থানায় হস্তান্তর করেছে এবং জানিয়েছে তিনি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক।

হামলাকারীরা কীভাবে হান্নানের মোটরসাইকেলটি পেল-এ প্রশ্নের জবাবে ওসি বলেন, “আমরা বিষয়টি যাচাই-বাছাই করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
 
পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com