সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২
সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
 
মিডিয়া
ডিবি হেফাজতে আনিস আলমগীর





নিজস্ব প্রতিবেদক
Monday, 15 December, 2025
12:01 AM
Update: 15.12.2025
12:06:46 AM
 @palabadalnet

আনিস আলমগীর। ফাইল ছবি

আনিস আলমগীর। ফাইল ছবি

ঢাকা: বিতর্কিত সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে তা জানায়নি ডিবি পুলিশ।

রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছে আনিস।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি আমার দেশকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ, আনিস আলমগীরের বিরুদ্ধে জুলাই যোদ্ধাদের নিয়ে বিশোদগার ও জুলাই বিপ্লবে গণহত্যার পক্ষে নানা ধরনের পোস্টের অভিযোগে অনেক ধরে তাকে গ্রেপ্তারের দাবি করে আসছে বিভিন্ন সংগঠন। এ ছাড়াও ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়ার পর তার বাড়ি ও অভ্যুত্থানের স্মৃতিরক্ষায় নির্মিত গণভবন জাদুঘর আওয়ামী লীগ গুড়িয়ে দিবে বলে মন্তব্য করেছিলেন আনিস আলমগীর।

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে তিনি বলেছিলেন, আমি বেঁচে থাকি কি-না জানি না। আপনি লিখে রাখেন, এই গণভবন আরেকদিন প্রধানমন্ত্রীর বাসভবন হবে। এখানে যে স্মৃতি জাদুঘর বানাচ্ছে না! আওয়ামী লীগ বা অন্য কোনো দলের কেউ যদি আবার ক্ষমতায় আসে- প্রথম যেটা ভাঙবে, সেটা হচ্ছে এই স্মৃতি জাদুঘর। কারণ, আপনি জাদুঘর জাদুঘরের জায়গায় করবেন।

উল্লেখ, আনিস আলমগীর বিগত ১৫ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তিনি আওয়ামীপন্থি সাংবাদিক হিসেবে পরিচিতি। শেখ হাসিনার আমলে আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম দেন।

জুলাই ঐক্যের আল্টিমেটাম: আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যাযোগ্য করে তোলা সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ডিবি হেফাজতে থাকা বিতর্কিত এই সাংবাদিককে গ্রেপ্তার না করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে আল্টিমেটাম দিয়েছে গণঅভ্যুত্থানের ঐক্যবদ্ধ প্লাটফর্ম জুলাই ঐক্য।

রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ডিবি হেফাজতে নেওয়ার পর এমনটি জানিয়েছেন জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী। এর আগে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নেয়া হয়।

জুলাই ঐক্য জানায়, শেখ হাসিনার একনিষ্ঠ সহচর, সাংবাদিকতারে নামে তথ্যসন্ত্রাস করা আনিস আলমগীরকে আটক করেছে ডিবি। কয়েক ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার দেখানো হয়নি। প্রকাশ্যে জুলাই যোদ্ধাদের নিয়ে অকথ্য ভাষায় গালি দেওয়া, জুলাইয়ের স্পিরিটকে নিয়ে কটূক্তি এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাযোগ্য করে তুলেছিল আনিস আলমগির গং। দু:খজনকভাবে আমরা জানতে পেরেছি, সরকারের উচ্চপর্যায় থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। শুধু বাংলাদেশ সরকার থেকে নয়, ভারতীয় লবিস্টরা তাকে ছাড়ানোর জন্য চাপ তৈরি করেছে।

জুলাই ঐক্য আরও জানিয়েছে, অবিলম্বে আনিস আলমগীরকে গ্রেপ্তার করতে হবে। শুধু আনিস আলমগীর নয়, যারা ভারতীয় অর্থে বাংলাদেশে তথ্যসন্ত্রাস করছে, আওয়ামী রীগ পুনর্বাসন করছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এদের মধ্যে অন্যতম পান্না, আব্দুন নুর তুষার, এম আজিজ, শাহেদ আলম। যারা জুলাইকে অস্বীকার করে টকশোতে বসে জুলাই যোদ্ধাদের হত্যাযোগ্য করে তুলে তারাও খুনি। তাদের বিচার না হলে বাংলাদেশে ভারতীয় প্রক্সিরা ধ্বংস হবে না।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com