সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২
সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
 
জাতীয়
হাদি হত্যাচেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই: ডিএমপি





নিজস্ব প্রতিবেদক
Sunday, 14 December, 2025
5:08 PM
 @palabadalnet

ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ওসমান হাদি। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যাচেষ্টায় সন্দেহভাজনদের দেশ থেকে পালানোর তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ রোববার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন, ওসমান হাদিকে গুলির ঘটনায় শেরপুরের নালিতাবাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে। এছাড়া হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককে আটক করা হয়েছে। একইসঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।  

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন ডাটাবেজের তথ্য অনুযায়ী হামলাকারীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার তথ্য পাওয়া যায়নি। আমরা সন্দেহভাজন ফয়সাল করিমের পাসপোর্ট নম্বর পেয়েছি। তিনি সর্বশেষ জুলাইয়ে থাইল্যান্ড থেকে দেশে এসেছেন। এরপর ইমিগ্রেশন ডাটাবেজে তার দেশত্যাগের তথ্য নেই।

এদিকে, ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও দুইজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ রোববার সাভার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন-হাবিবুর রহমান ও মিলন।

ডিবির একজন কর্মকর্তা জানান, গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন আলমগীর হোসেন এবং আটক দুজনের সঙ্গে তার যোগাযোগ ছিল। ঘটনার আগে ও পরে আলমগীর তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com