সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫ ১ পৌষ ১৪৩২
সোমবার ১৫ ডিসেম্বর ২০২৫
 
স্পোর্টস
লিভারপুলের হয়ে মাঠে ফিরেই নজির সালাহর, ভাঙলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রুনির রেকর্ড





স্পোর্টস ডেস্ক
Sunday, 14 December, 2025
11:42 PM
 @palabadalnet

মোহাম্মদ সালাহ। ছবি: রয়টার্স

মোহাম্মদ সালাহ। ছবি: রয়টার্স

লিভারপুলের হয়ে মাঠে ফিরেই নজির মোহাম্মদসালাহর। প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের বিরুদ্ধে ২-০ ব্যবধানে দলের জয়ের অন্যতম কারিগর মিশরের তারকা। ওয়েন রুনির একটি রেকর্ডও ভেঙে দিয়েছেন। অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে দু’টি গোলই করেছেন হুগো একিতিকে।

ফর্মে না থাকায় এবং ক্লাবের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে দু’ম্যাচ খেলেননি সালাহ। মাঠে ফিরেই তাকে পাওয়া গেল স্বমহিমায়। গোল না পেলেও লিভারপুলের আক্রমণকে তিনিই নেতৃত্ব দিলেন। ঘরের মাঠে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে শুরু করেন লিভারপুলের ফুটবলারেরা। ম্যাচের প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেন একিতিকে।

জো গোমেজের হেড থেকে পেনাল্টি বক্সে বল একিতিকে। দুর্দান্ত ভলিতে ব্রাইটন গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ২০১৯ সালের ইপিএলের পর এই প্রথম কোনও ম্যাচের প্রথম মিনিটে গোল করল তারা।

লিভারপুলের জয়সূচক গোলটি আসে ম্যাচের ৬০ মিনিটে। কর্নার থেকে বল পেয়ে বক্সে ক্রস করেছিলেন সালাহ। হেড দিয়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন একিতিকে। আট ম্যাচ পর লিভারপুলের কোনও গোলের ক্ষেত্রে অবদান রাখলেন সালাহ।

শনিবার দলের দ্বিতীয় গোলের ক্ষেত্রে সাহায্য করে নতুন নজির গড়েছেন সালাহ। এই নিয়ে লিভারপুলের ২৭৭টি গোলের ক্ষেত্রে তার ছোঁয়া থাকল। তার মধ্যে নিজে করেছেন ১৮৮টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৮৯টি। ইপিএলের কোনও ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলে অবদান রাখার নজির গড়েছেন তিনি। এত দিন এই নজির ছিল রুনির দখলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ২৭৬টি গোলে অবদান রয়েছে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের। রুনি ম্যান ইউয়ের জার্সি গায়ে করেছেন ১৮৩টি গোল। আরও ৯৩টি গোলের ক্ষেত্রে সাহায্য করেছেন সতীর্থদের।

ব্রাইটনের বিরুদ্ধে জয়ের পর ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট হল লিভারপুলের। গত বারের চ্যাম্পিয়নেরা পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com