শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫ ৮ কার্তিক ১৪৩২
শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫
 
মিডিয়া
সাংবাদিকদের ওপর হামলার সাজা এক মাসের ছুটি!





নিজস্ব প্রতিবেদক
Friday, 24 October, 2025
12:12 AM
 @palabadalnet

বিএনপির গুলশান অফিস, ইনসেটে হামলার শিকার জাহিদ। ফাইল ছবি

বিএনপির গুলশান অফিস, ইনসেটে হামলার শিকার জাহিদ। ফাইল ছবি

ঢাকা: আমার দেশ এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে এক মাসের জন্য ছুটিতে পাঠিয়েছে বিএনপি।

বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়: “গত ১৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার রিপোর্টার জাহিদুল ইসলামসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, সংঘর্ষ ও হেনস্থার ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তের জন্য বিএনপির পক্ষ থেকে দলের যুগ্ম- মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ের আইটি সেকশনের সদস্য বিল্লাল হোসেন ফয়সলকে আইটি সেকশনের সদস্য হিসেবে আগামী ১ মাসের জন্য তার সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। উক্ত সময়ের জন্য তিনি বিএনপির কোনো কার্যালয়ে কর্মরত থাকবেন না।” 

উল্লেখ্য, গত রোববার গুলশান কার্যালয়ে বিএনপির সিলেট বিভাগীয় এমপি মনোনয়ন প্রত্যাশিদের সভা চলাকালে দরজার কাছে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ভিডিও ধারণ করছিলেন আমার দেশ এর স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলাম।

এ সময় বিএনপি অফিসের আইটি বিভাগের স্টাফ ফয়সলসহ কয়েকজন লোক জাহিদুলের ওপর হামলা চালায়। তাকে কিল ঘুষি লাথি দিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা তার মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙে ফেলে। পত্রিকার আইডি কার্ড কেড়ে নেয়।

পরে জাহিদুলের সহকর্মী অন্য পত্রিকার সাংবাদিকরা হামলাকারীদের হাত থেকে তাকে উদ্ধার করে। জাহিদুলকে সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘটনার দিন রাতেই বিএনপি অফিসের মিডিয়া সেলের একজন সদস্য আমার দেশ এর কারওয়ান বাজার অফিসে এসে আইডি কার্ডটি ফেরত দিয়ে যান। মোবাইল ফোনটি ব্যবহার উপযোগী নয় বলে জানান।

ঘটনার ঘন্টা তিনেক পর দুঃখ প্রকাশ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দেন। ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নির্দেশে বিএনপি একটি তদন্ত কমিটি করে। দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে নিয়ে গঠিত হয় এক সদস্যের তদন্ত কমিটি।

এ্যানি বুধবার বিকালে আমার দেশ এর কারওয়ান বাজার অফিসে এসে হামলার শিকার সাংবাদিক জাহিদকে সান্তনা দেন। তার কাছ থেকে ঘটনার বিবরষ শুনেন । তিনি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাথেও সাক্ষাৎ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। একদিন পর বৃহস্পতিবার রাতে হামলার শাস্তি একমাসের ফোর্স ছুটির সিদ্ধান্ত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিএনপি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com