বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৪ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
 
মিডিয়া
নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে: তথ্য উপদেষ্টা





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 8 October, 2025
9:03 PM
 @palabadalnet

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ফাইল ছবি

ঢাকা: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। যেহেতু কোনো গণমাধ্যম বন্ধ হচ্ছে না, তাই নতুন গণমাধ্যমের অনুমতি দেওয়া হবে। তবে এটি দেওয়া হবে আগের নীতিমালা অনুযায়ী।

তিনি আরও বলেন, যদি নতুন আইনে গণমাধ্যমের অনুমতি দিতে পারতাম, তবে সেটি সবচেয়ে সুখকর হতো। কিন্তু নতুন আইন প্রণয়ন করতে গেলে, এ সরকারের আমলে বা এই পুরো ব্যবস্থার মধ্যে নতুন কোনো গণমাধ্যম আসতে পারবে না।

আজ বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে পক্ষপাত ছিল। এ সরকারের নীতি হচ্ছে, কোনো মিডিয়া বন্ধ হবে না। সে কারণে নতুন মিডিয়া দেওয়া।

তিনি বলেন, আমরা চাই, বহু স্বর আসুক। আমি যেহেতু আমি কোনো মিডিয়া বন্ধ করব না, সেহেতু ফ্যাসিবাদবিরোধী যারা আছে, তাদের মিডিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে।

মাহফুজ আলম বলেন, আমাদের ৫২টি চ্যানেল আছে। এর মধ্যে সচল আছে ৩৪টি। যারাই নতুন গণমাধ্যমের আবেদন করেছেন, তারা নিউজ চ্যানেল চাইছেন। আমি বলেছি, আপনারা শিশুদের জন্য একটা চ্যানেলের আবেদন করেন। খেলার চ্যানেল একটি আছে, আরেকটির জন্য আবেদন করতে পারেন।

তিনি আরও বলেন, সরকার মিডিয়া শিল্পে একটি ভালো পরিবেশ তৈরির চেষ্টা করছে। আমরা চেষ্টা করছি একটা ভালো পরিবেশ তৈরি হোক। সেলফ রেগুলেশনে আসুক। মন্ত্রণালয় এখানে হস্তক্ষেপ করবে না। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com