সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
সোমবার ৩ নভেম্বর ২০২৫
 
মিডিয়া
নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন





নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 August, 2025
8:50 PM
 @palabadalnet

আলমগীর মহিউদ্দিন। ফাইল ছবি

আলমগীর মহিউদ্দিন। ফাইল ছবি

ঢাকা:  দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের সদস‍্য আলমগীর মহিউদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার জানাজা হয়। পরে তাকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়।

আজ শনিবার দুপুর দেড়টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবার একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অসুস্থ হওয়ার পর থেকে তিনি নির্বাক ও নিঃসাড় ছিলেন।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়। এ ছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

সাংবাদিক আলমগীর মহিউদ্দিন ১৯৪২ সালের ১ মার্চ নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

ব্যক্তিগত জীবনে তিনি দুই মেয়ের বাবা। তার বড় মেয়ে কানাডায় বসবাস করেন। চার বছর আগে তার স্ত্রী মারা যান।

আলমগীর মহিউদ্দিন দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠালগ্ন (২০০৪ সাল) থেকেই এর সম্পাদক ছিলেন। এর আগে তিনি নিউনেশনের সম্পাদক ছিলেন। তার আগে তিনি বাংলাদেশ টাইমসের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের পক্ষ এ শোক জ্ঞাপন করেন।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “নয়া দিগন্তের সাবেক সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক ও নয়া দিগন্তের সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আপসহীন। সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তিনি ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: মাহফুজ আলম। শনিবার এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় উপদেষ্টা বলেন, আলমগীর মহিউদ্দিন সাহসিকতার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন। তিনি সাংবাদিকতা পেশায় অনেকের কাছে অনুসরণীয় ব্যক্তি। তার মৃত্যু দেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২৩ আগস্ট) জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনাব আলমগীর মহিউদ্দিন অবিসংবাদিত সিনিয়র সাংবাদিক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে তার অবদান অনস্বীকার্য। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছেন। তার ইন্তেকালে জাতি একজন প্রথিতযশা সাংবাদিককে হারাল।”

‘আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। সেইসাথে তার শোকাহত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

এদিকে, আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে পৃথক এক বাণীতে শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

এক যৌথ শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, “মরহুম আলমগীর মহিউদ্দীন ছিলেন গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযথা কলম সৈনিক ও বুদ্ধিজীবী হারালাম। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।”

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানের মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন। তারা তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।

পৃথক বাণীতে আলমগীর মহিউদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের নেক আমল সমূহ কবুল করে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

নেতৃবৃন্দ, মরহুম আলমগীর মহিউদ্দিনের কর্মময় জীবনের স্মরণ করে বলেন, “তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক বলিষ্ঠ কণ্ঠের অধিকারী। আমৃত্যু তিনি একজন কলম সৈনিক হিসেবে দেশ ও জাতির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে তার মতো একজন সাহসী, দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠা ও আদর্শবান সাংবাদিকের শূন্যতা গণমাধ্যমের পাশাপাশি জাতির জন্য বেদনাদায়ক।”

সম্পাদক পরিষদের শোক

দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। আজ শনিবার এক শোকবাণীতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

আলমগীর মহিউদ্দিন সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

“আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দেন,” উল্লেখ করা হয়েছে শোকবাণীতে।

সম্পাদক পরিষদের পক্ষে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষর করেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com