সোমবার ২২ ডিসেম্বর ২০২৫ ৮ পৌষ ১৪৩২
সোমবার ২২ ডিসেম্বর ২০২৫
 
বিনোদন
মুক্তি পেয়েই বক্স অফিসের শীর্ষে অ্যাভাটারের তৃতীয় পর্ব





পালাবদল ডেস্ক
Monday, 22 December, 2025
8:27 PM
Update: 22.12.2025
8:34:20 PM
 @palabadalnet

মুক্তির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন আসতে না আসতেই উত্তর আমেরিকার বক্স অফিসের শীর্ষস্থান দখল করে নিয়েছে বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের অ্যাভাটার সিনেমার তৃতীয় পর্ব।

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

বৈজ্ঞানিক কল্পকাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত এই ব্লকবাস্টার সিনেমার নতুন সংস্করণের নাম “অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ“।

বড়দিনের আগে সর্বশেষ ছুটির দিনে টিকিট বিক্রি থেকে ৮৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে অ্যাভাটারের তৃতীয় পর্বটি। 

মুক্তির পর প্রথম সাপ্তাহিক ছুটির দিনে বিশ্বজুড়ে ৩৪৫ মিলিয়ন ডলার আয় করেছে ফায়ার অ্যান্ড অ্যাশ।

ফ্র্যাঞ্চাইজ এন্টারটেইনমেন্ট রিসার্চ নামের গবেষণা সংস্থার কর্মকর্তা ডেভিড এ. গ্রস মত দেন, বিদেশেও সিনেমাটি খুব ভালো করবে।

গ্রস বলেন, অ্যাভাটার সিরিজের সিনেমাগুলো সারা বিশ্বের মানুষকে আকর্ষণ করে। তিনি মন্তব্য করেন, সম্ভবত আগের দুই পর্বের মতো এই পর্বেরও নামও মানুষের মুখে মুখে ফিরবে।

“মুক্তির পরপরই অ্যাভাটার সিরিজের সিনেমাগুলোর বিষয়ে সব কিছু জানা যায় না। পরবর্তী সপ্তাহগুলোতে এর জনপ্রিয়তার প্রকৃত চিত্র জানা যায়“, যোগ করেন তিনি।

আগের পর্বের মতো এবারও না“ভি গোত্রের যোদ্ধা নেইতিরি’র ভূমিকায় জোই সালডানিয়া এবং প্রাক্তন-মেরিন জেইক সালি“র ভূমিকায় অভিনয় করেছেন স্যাম ওয়ার্থিংটন।

এবারও তাদেরকে প্যান্ডোরা উপগ্রহের শত্রুদের বিরুদ্ধে লড়তে দেখা গেছে।

সম্প্রতি বাংলাদেশেও মুক্তি পেয়েছে অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশের টুডি ও থ্রিডি সংস্করণ।

বক্স অফিসের দ্বিতীয় অবস্থানে ছিল সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডেভিড’। এটি ২০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এই অ্যানিমেশনে বাইবেলের ডেভিড ও গোলিয়াথের দ্বৈরথের গল্পটি দেখানো হয়েছে। এর নির্মাতা অ্যাঞ্জেল স্টুডিওস।

১৯ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় অবস্থানে ছিল লায়নসগেটের ‘দ্য হাউসমেইড’। এই সিনেমাটি ফ্রেইডা ম্যাকফ্যাডেনের উপন্যাসকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে। এতে মূল চরিত্রে আছেন সিডনি সুইনি, অ্যামান্ডা সেইফ্রিড ও ব্র্যান্ডন স্ক্লেনার।

প্যারামাউন্টের ‘দ্য স্পঞ্জবব মুভি: সার্চ ফর স্কোয়ারপ্যান্টস’ সিনেমাটি নিকেলোডিওন টিভি চ্যানেলের জনপ্রিয় চরিত্র স্পঞ্জববের ওপর ভিত্তি করে নির্মিত। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো এই সিনেমা ১৬ মিলিয়ন ডলার নিয়ে চতুর্থ অবস্থান দখল করেছে। 

পঞ্চম অবস্থানে ছিল ডিজনির ‘জুটোপিয়া ২’ যা ১৪ দশমিক পাঁচ মিলিয়ন আয় করেছে। বিশ্লেষকরা একে ‘অস্কার’ পাওয়ার যোগ্য সিনেমা হিসেবে বিবেচনা করছেন।

শীর্ষ দশের অন্যান্য সিনেমাগুলো হলো ফাইভ নাইটস অ্যাট ফ্রেডিস ২, উইকেড: ফর গুড, ধুরন্ধর, মার্টি সুপ্রিম ও হ্যামনেট।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com