বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
 
বিনোদন
কেন বাবা জাভেদের সঙ্গে ইংরেজিতে বলেন ফারহান আখতার





পালাবদল ডেস্ক
Monday, 10 November, 2025
6:40 PM
 @palabadalnet

 জাভেদ আখতার ও ফারহান আখতার। ছবি: সংগৃহীত

জাভেদ আখতার ও ফারহান আখতার। ছবি: সংগৃহীত

অভিনয়জীবন হোক বা ব্যক্তিগত পরিসর- সব সময় খোলা মনে কথা বলতেই পছন্দ করেন ফারহান আখতান। সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বয়সে দাঁড়িয়েও বাবা জাভেদ আখতারের সামনে হিন্দিতে কথা বলতে ভয় পান।

বাবাকে এখনও ভয় পান ফারহান। এমনিতেই জাভেদ আখতার আজকাল সমাজমাধ্যমে অতিসক্রিয় হয়ে উঠেছেন। কখনও নিজের মত প্রকাশ করেন, কখনও আবেগতাড়িত হয়ে পড়েন। কখনও আবার তার মতের বিপরীত কিছু ঘটলে ক্ষোভপ্রকাশ করতেও ছাড়েন না। জাভেদের হিন্দি-সহ উর্দু ভাষাতেও দখল দারুণ। গীতিকার হওয়ার পাশাপাশি  কবি হিসাবেও জনপ্রিয়। ছেলে ফারহান বাবার থেকে সেই গুণ পেলেও, বেশ খানিকটা ভয়েই থাকেন।

‘জ়িন্দেগি মিলেগি না দোবারা’ ছবিতে জাভেদের লেখা হিন্দি কবিতা ফারহানের কণ্ঠে এখনও মনে রয়েছে দর্শকের। কেবল হিন্দি না, উর্দু ভাষাতেও শায়েরি-সভায় বেশ কয়েক বার দেখা গিয়েছে ফারহানকে। যদিও অভিনেতা বলেন, “আমার বাবার এমন জ্ঞান ও প্রজ্ঞা, পাশাপাশি বিভিন্ন ভাষায় তার পড়াশোনা এতটাই, যে আমার মনে হয় আমি এমন কিছু বলব যা ওনার ভালো লাগবে না। তখনই আমি হিন্দির বদলে ইংরেজিতে কথা বলি।” 

যদিও ফারহান জানান, জাভেদ চান ছেলে হিন্দিতে কথা বলুক। ছেলের উচ্চারণও বেশ পছন্দ গীতিকারের। তাও যেন আত্মবিশ্বাসের অভাব বোধ করেন ফারহান।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com