বুধবার ২৬ নভেম্বর ২০২৫ ১২ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ২৬ নভেম্বর ২০২৫
 
বিনোদন
কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
9:43 PM
Update: 26.11.2025
9:45:33 PM
 @palabadalnet

ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

ইলিয়াস কাঞ্চন। ছবি: সংগৃহীত

ব্রেইন টিউমারে আক্রান্ত জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে সেরে উঠছেন। লন্ডনে ছয় মাসের চিকিৎসায় বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে কথা বলতে পারছেন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “আমাদের প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন এখন পঞ্চাশ পার্সেন্ট সুস্থ। কথা বলতে পারছেন, যাদের খুব ভালোভাবে চিনতেন তাদেরও চিনতে পারছেন। আগে কথা বলা নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। এটা ধীরে ধীরে কেটে যাবে আশা করছি।”

টিউমারের অনেকটা অংশও ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। বাকি অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। 
লিটন আরও বলেন, “আগামী মাসের মাঝামাঝি তাকে নিয়ে একটা ভার্চ্যুয়াল প্রেস কনফারেন্স করার ইচ্ছা আছে।”

এর আগে, তিন মাস ধরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়।

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে টানা ৬ মাস ধরে অভিনেতা ইলিয়াস কাঞ্চন লন্ডনে চিকিৎসা নিচ্ছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com