বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫ ২৪ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ৯ অক্টোবর ২০২৫
 
বিনোদন
জালিয়াতির মামলায় শিল্পা শেঠিকে সাড়ে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ





পালাবদল ডেস্ক
Wednesday, 8 October, 2025
9:38 PM
 @palabadalnet

 শিল্পা শেঠি । ছবি: সংগৃহীত

শিল্পা শেঠি । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা ৬০ কোটি রুপি জালিয়াতি মামলায় তদন্তের মুখে আছেন।

মুম্বাই পুলিশের ইকোনমিক অপরাধ শাখার কর্মকর্তাদের মতে, রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ আছে, এই অর্থের প্রায় ১৫ কোটি রুপি শিল্পা শেঠির মালিকানাধীন একটি কোম্পানির অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিল্পাকে ডাকা হয়।

বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়, শিল্পাকে মুম্বাই পুলিশের ইকোনমিক অপরাধ শাখার অফিসে সাড়ে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের সময় শিল্পা তার ব্যাংক স্টেটমেন্ট ও বিজ্ঞাপন কোম্পানির সঙ্গে জড়িত লেনদেনের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করেছে, যা এখন যাচাই করা হচ্ছে।

এই মামলায় এখন পর্যন্ত পাঁচ জনের জবানবন্দি নেওয়া হয়েছে। তাদের মধ্যে রাজ কুন্দ্রাও আছেন। সেপ্টেম্বরে রাজ কুন্দ্রাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুম্বাই পুলিশ সম্প্রতি জানিয়েছিল, শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপি জালিয়াতি মামলার তদন্ত চলছে।

ইতোমধ্যে এই দম্পতির বিদেশে যাওয়ার আবেদন আদালত বাতিল হয়েছে। শিল্পা ও রাজ অক্টোবর ২ থেকে ৫ পর্যন্ত থাইল্যান্ডের পুকেট ভ্রমণের অনুমতি চেয়েছিলেন। কিন্তু আদালত তাদের আবেদন নামঞ্জুর করেছেন। তারা মুম্বাই পুলিশের ইকোনমিক অপরাধ শাখার জারি করা লুকআউট নোটিশের স্থগিতাদেশ চেয়েছিলেন। কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com