
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। প্রতীকী ছবি
ঢাবি: ভূমিকম্প আতঙ্কে হুড়োহুড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে অন্তত ৬ শিক্ষার্থী আহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যায় ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের পর এ ঘটনা ঘটে।
এসময় শামসুন্নাহার হলের ৩ জন, কুয়েত মৈত্রী হলের ১ জন, বেগম রোকেয়া হলের ১ জন এবং মাস্টারদা সূর্য সেন হলের ১ শিক্ষার্থী আহত হয়েছেন।
শামসুন্নাহার হলে সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পায়ে আঘাত পান হল ইউনিয়নের সাহিত্য বিষয়ক সম্পাদক ইসরাত জাহান সুমনা।
একই হলের আরেক শিক্ষার্থী আনিকা তাসনিমও আহত হন।
আহত ৩ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
কুয়েত মৈত্রী হলেও তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নীচে নামার সময় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই হলের আবাসিক ছাত্রী শাহিদা আক্তার প্রভা।
বেগম রোকেয়া হলে ভুমিকম্প আতঙ্কে এক শিক্ষার্থী জ্ঞান হারান বলে জানিয়েছেন ওই হলের আবাসিক ছাত্রী সুমাইয়া আনজুম শারমিন।
তাকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এছাড়া মাস্টারদা সূর্য সেন হলে সিঁড়ি দিয়ে নামার সময় ধস্তাধস্তিতে আহত হয়েছেন আবাসিক ছাত্র মামুনুর রশিদ।
পালাবদল/এসএ