শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
 
জাতীয়
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০





Saturday, 22 November, 2025
12:23 AM
 @palabadalnet

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে রেলিংয়ের ইট পড়ে নিহত একজনের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে রেলিংয়ের ইট পড়ে নিহত একজনের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ঢাকা: ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।   

ঢাকার মুগদা এলাকায় একজন ও পুরান ঢাকার কসাইটুলি এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

মুগদা থানার এক কর্মকর্তা বলেন, মুগদার মদিনাবাগে একটি ভবনে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. মাকসুদ (৫০)। ভূমিকম্পের সময় তিনি দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), বয়সী কাপড় ব্যবসায়ী আবদুর রহিম (৪১) ও তার ছেলে আবুল আজিজ রেমন (১২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই পাশের দোকান থেকে গরুর মাংস কিনতে ভিড় করেছিলেন।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জানান, ভূমিকম্পে আতংকিত হয়ে উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক।

মৃতরা হলেন-নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর (৮), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতাপাড়ার কাজেম আলী ভূঁইয়া (৭৫), একই উপজেলার ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন (৬০) ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান (৪০)।

জেলা প্রশাসক জানান, চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন আহত হন। এদের দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।   

তিনি আরও জানান, চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া মাটির ঘরের নিচে চাপা পড়েন। জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবু তাহের আরও বলেন, ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন ভূমিকম্পের সময় ফসলি জমিতে কাজ করছিলেন। আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে যান। তাকে প্রথমে নেওয়া হয় নরসিংদী জেলা হাসপাতালে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়। 

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।

পালাবদল/এসএস


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com