শনিবার ২২ নভেম্বর ২০২৫ ৮ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ২২ নভেম্বর ২০২৫
 
সারাবাংলা
‘মোটরসাইকেল কিনে না দেওয়ায়’ নিজ বাড়িতে ককটেল হামলা, যুবক কারাগারে





কুষ্টিয়া প্রতিনধি
Saturday, 22 November, 2025
12:29 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া: দৌলতপুর উপজেলায় নিজের বাড়িতে ককটেল হামলা চালানোর অভিযোগে ইমন আলী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার সোনাইকুণ্ডী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, ইমন গত দুই মাস ধরে তার বাবা হাসেম আলীর কাছে মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করে আসছিলেন। এ নিয়ে নিয়মিত অশান্তি করতেন তিনি। এরই জের ধরে গত সন্ধ্যায় ইমন বাড়ির উঠানে ককটেল বিস্ফোরণ ঘটান। এতে আতংকিত হয়ে প্রতিবেশীরা থানায় জানান। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে।

সোলায়মান শেখ আরও বলেন, “ককটেল বিস্ফোরণের পরপরই অভিযান চালিয়ে ইমনকে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

পালাবদল/এসএস


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com