
সংগৃহীত ছবি
কুড়িগ্রাম: ফুলবাড়ী উপজেলার ১৬ জন দরিদ্র নারী শিক্ষার্থীকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রকল্পের অর্থায়নে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনুমা তারান্নুম ৮টি বালিকা বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীর মাঝে এগুলো বিতরণ করেন।
বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুমি খাতুন এই প্রকল্পের আওতায় একটি বাইসাইকেল পেয়েছে। নিজের অনুভূতি জানিয়ে সে বলে, “প্রতিদিন ৪০ টাকার মতো রিক্সাভাড়া লাগতো স্কুলে যেতে-আসতে। আমার বাবা কৃষক, তার কাছে প্রতিদিন এত টাকা চাইতে কষ্ট লাগত। বাইসাইকেল চালানো শিখলেও বাবা কিনে দিতে পারেননি। এখন নিয়মিত বাইসাইকেল চালিয়ে স্কুলে আসতে পারব।”
নগরাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, “নারীর স্বাধীনতায় হস্তক্ষেপকারীদের বিরুদ্ধে এটি একটি নীরব প্রতিবাদ।”
ইউএনও রেহেনুমা তারান্নুম বলেন, “ভবিষ্যতেও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বাইসাইকেল বিতরণ করা হবে। পড়াশোনার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধেও সক্রিয় থাকতে হবে সবাইকে।”
পালাবদল/এসএ