বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
 
সারাবাংলা
সুন্দরবনে নৌকাডুবি: তিন দিন পর পাইলট রিয়ানার মরদেহ উদ্ধার





পালাবদল ডেস্ক
Monday, 10 November, 2025
6:41 PM
 @palabadalnet

দুর্ঘটনাস্থলের পাশে স্বজনদের অপেক্ষা। ছবি: সংগৃহীত

দুর্ঘটনাস্থলের পাশে স্বজনদের অপেক্ষা। ছবি: সংগৃহীত

সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ পর্যটক রিয়ানা আবজালের (২৮) মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ সোমবার সকালে মংলা সাইলো জেটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়ানা ঢাকার উত্তরার আবুল কালাম আজাদের মেয়ে। তাদের পৈতৃক বাড়ি বরিশালে। রিয়ানা বাংলাদেশ বিমানবাহিনীর পাইলট ছিলেন এবং পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান।

রিয়ানার বাবা আবুল কালাম আজাদ বাংলাদেশ বিমানবাহিনীতে প্রকৌশলী হিসেবে কর্মরত। তিনি সাংবাদিকদের বলেন, “আমরা সপরিবারে সুন্দরবনে বেড়াতে এসেছিলাম। একটি বড় জাহাজের ঢেউয়ের আঘাতে আমাদের ছোট নৌকাটি উল্টে যায়। আমরা ১৩ জনই নদীতে পড়ে যাই। আমাদের মধ্যে ১২ জন ফিরে আসতে পারলেও রিয়ানাকে পাওয়া যায়নি।”

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজ দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “গত ৮ নভেম্বর ১৪ জন পর্যটকের একটি দল একটি ছোট কাঠের নৌকায় করে সুন্দরবনের করমজল ইকো-ট্যুরিজম সেন্টারে ভ্রমণে বের হয়। দুপুর ১টার দিকে নৌকাটি পশুর নদীর ঢাংমারি খাল এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় আশপাশের নৌকার সহায়তায় ১৩ জন পর্যটককে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ হন।”

খবর পেয়ে কোস্টগার্ড মংলা ঘাঁটি ও হারবাড়িয়া স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অনুসন্ধান শুরু করে বলে জানান এই কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, টানা তিন দিনের অনুসন্ধানের পর, কোস্টগার্ড সদস্যরা ১০ নভেম্বর সকাল ৭টার দিকে মংলা সাইলো জেটি এলাকা থেকে নিখোঁজ পর্যটকের মরদেহটি উদ্ধার করে। আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মরদেহটি চাঁদপাই নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পালাবদল/এমএম
 


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com