
গ্রেভিন জাদুঘরে প্রিন্সেস ডায়ানার প্রতিকৃত। ছবি: এএফপি
প্যারিসের গ্রেভিন ওয়াক্সওয়ার্ক জাদুঘরে বৃটিশ রাজপরিবারের প্রয়াত ও তুমুল জনপ্রিয় সদস্য রাজকুমারী ডায়ানার একটি মোমের প্রতিকৃতি উন্মোচন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তৎকালীন স্বামী প্রিন্স চার্লসের পরকিয়া প্রেমের ঘটনা প্রকাশ্যে আসার পর ‘প্রতিশোধ’ নিতে একটি বিশেষ পোশাক পরেছিলেন ডায়ানা। রিভেঞ্জ ড্রেস নামে পরিচিত ওই পোশাকেই ডায়ানার প্রতিকৃতি তৈরি করে প্যারিসের জাদুঘরে রাখা হবে।
লন্ডনের বিখ্যাত মাদাম ত্যুসোর মোমের জাদুঘরের আদলে তৈরি করা হয়েছে প্যারিসের গ্রেভিন জাদুঘর। ইতোমধ্যে ওই জাদুঘরে চার্লস (বর্তমানে রাজা তৃতীয় চার্লস) ও তার প্রয়াত মা রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি রাখা আছে।
১৯৯৭ সালের আগস্টে মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ইউরোপের সবচেয়ে রোমান্টিক নগরী হিসেবে বিবেচিত প্যারিসে প্রাণ হারান ডায়ানা। তা সত্ত্বেও, এতদিন পর্যন্ত গ্রেভিনে তার ঠাই হয়নি।
১৯৯৪ সালে চার্লসের কুকীর্তির ঘটনাগুলো যখন একের পর এক পত্রিকার খবরের শিরোনাম হচ্ছে, সে সময় ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ানের বানানো কালো রঙের গাউন পরে এক অনুষ্ঠানে উপস্থিত হন ডায়ানা। গণমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে তার সাজসজ্জা ও পোশাক নির্বাচন।
সেদিন প্রথমবারের মতো ডায়ানা পিঠ-খোলা পোশাকটি পরে জনসম্মুখে আসেন। একই দিনে প্রিন্স চার্লস সাক্ষাৎকার তার পরকীয়া প্রেমে জড়ানোর বিষয়টি স্বীকার করে নেন।
গ্রেভিন জাদুঘর এক বিবৃতিতে জানায়, “প্যারিসে প্রায় ২৮ বছর আগে মর্মান্তিক ও করুণ মৃত্যুর শিকার হন ডায়ানা। তা সত্ত্বেও, এখনো তিনি বৈশ্বিক পপ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার ব্যক্তিত্ব, স্টাইল, মানবিকতা ও স্বাধীন সত্ত্বা এখনো অনুকরণীয়।”
“ওই গাউনটি নিজের মত প্রকাশের স্বাধীনতা, অঙ্গীকারবদ্ধ নারীত্ব ও নতুন করে ফিরে পাওয়া আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি হয়ে ওঠে”, জানায় জাদুঘর।
ফ্যাশন জগতের দিকপাল পল গতিঁয়ে ও শানতাল টমাস, প্রয়াত ফরাসি রানি মারি-আন্তোঁয়ানেত-এর পাশে জায়গা পাবে ডায়ানার প্রতিকৃতি।
পালাবদল/এসএ