বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ১৯ নভেম্বর ২০২৫
 
সারাবাংলা
সাতক্ষীরা-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ





Wednesday, 19 November, 2025
1:11 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে দলীয় মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করেছে  বিএনপির একাংশের নেতাকর্মীরা।

এতে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে মিলবাজার ও আমতলা মোড় এলাকায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

‘সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের সাধারণ জনগণ’ ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ থেকে লাবসা ইউনিয়ন পরিষদের টানা ৭ বারের চেয়ারম্যান আব্দুল আলিমকে দলীয় মনোনয়নের দাবি জানানো হয়।  

সকাল ১০টার দিকে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল এসে জড়ো হয় শহরের মিলবাজার এলাকায়। পরে কয়েক হাজার নেতাকর্মী সমবেত হলে সুন্দরবন টেক্সটাইল মিলের সামনে ঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়।

গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সাতক্ষীরা-২ আসনে মনোনয়ন পান আলিপুর ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ। এ ঘোষণার পরদিন মশাল মিছিল করে বিএনপি নেতা আব্দুল আলিমের সমর্থকরা।

আজ বিক্ষোভ চলাকালে নেতাকর্মীরা ‘আব্দুল আলিম ভাইকে চাই’, ‘অবৈধ মনোনয়ন মানি না’ ইত্যাদি স্লোগান দেন।

বক্তারা বলেন, “আব্দুল আলিম দীর্ঘ ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামের  তিনি মাঠে ছিলেন। এমন ত্যাগী নেতাকে বঞ্চিত করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

প্রার্থী পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ বলেন, “দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচন করায় আব্দুর রউফকে বহিষ্কার করা হয়েছিল। তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কোনো চিঠি আমরা পাইনি।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com