বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ৫ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ১৯ নভেম্বর ২০২৫
 
জাতীয়
৮ মাসে নতুন ভোটার ৩৯ লাখ, ইসির চূড়ান্ত তালিকা





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 19 November, 2025
12:28 AM
 @palabadalnet

 ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামেনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি আরও জানান, এই ভোটারদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারের ১ হাজার ২৩৪ জন। ভোটার বৃদ্ধির হার ৩ দশমিক ২০ শতাংশ।

গত ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এই ভোটার তালিকায়। চলতি বছরের ২ মার্চে মোট ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজাট ২৭৪ জন। সেই তুলনায় ভোটার সংখ্যা বেড়েছে প্রায় ৩৯ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার বেড়েছে ৪ দশমিক ১৬ শতাংশ।

ভোটার সংখ্যা অস্বাভাবিক বৃদ্ধির পেছনের কারণ জানতে চাইল ইসি সচিব বলেন, 'বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ, ব্যাপক প্রচার-প্রচারণা এবং নাগরিকদের উদ্বুদ্ধ করার ফলে এই উল্লেখযোগ্য বৃদ্ধি সম্ভব হয়েছে।'

তিনি আরও বলেন, “হালনাগাদকৃত এই তালিকা নির্বাচনের পূর্ব প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভোটার তালিকা চূড়ান্ত করার মাধ্যমে নির্বাচনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়েছে কমিশন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com