
পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা কমছে। ছবি: সংগৃহীত
পঞ্চগড়: হিমেল হাওয়ার দাপটে গত কয়েকদিন ধরে উত্তরাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ক্রমেই কমছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। পর্যবেক্ষণাগারের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, কয়েকদিন ধরে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ধারাবাহিকভাবে কমছে। ফলে সূর্যাস্তের পরপরই এলাকাজুড়ে শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে, যা সকাল পর্যন্ত থাকে।
তেঁতুলিয়ায় মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি, সোমবার ১৬ দশমিক ৫ ডিগ্রি এবং রোববার ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
জিতেন্দ্র নাথ রায় আরও বলেন, বর্তমান তাপমাত্রার ধারা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নভেম্বরের শেষ সপ্তাহে এই অঞ্চলে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
হিমালয়ের নিকটবর্তী হওয়ায় পঞ্চগড়ে সাধারণত দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আগে শীত নামে এবং দেরিতে বিদায় নেয়। কয়েকদিন ধরে রাতের দিকে শীত পড়ছে। বাসিন্দারা এখন হালকা কম্বল ও লেপ ব্যবহার শুরু করেছেন।
আজ সকালেও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় হালকা কুয়াশা পড়েছে এবং উত্তর দিক থেকে মৃদু ঠান্ডা বাতাস বইছে। গত কয়েকদিন ধরে শীত পড়ছে। তবে গত দুই দিন ধরে দুপুরের পর থেকেই উত্তরের ঠান্ডা বাতাস বইছে।
দিন ও রাতের তাপমাত্রার তীব্র ওঠানামায় স্থানীয় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে। পঞ্চগড় সদর হাসপাতাল ও ঠাকুরগাঁও সদর হাসপাতালসহ আশপাশের এলাকায় জ্বর, সর্দি, হাঁপানি ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন। শিশু ও বয়স্কদের মধ্যে এসব সমস্যা বেশি দেখা যাচ্ছে।
পঞ্চগড়ের আশপাশের জেলাগুলোতেও শীত পড়ছে। ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বাথিনা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ঠান্ডা বাতাসের কারণে প্রতিদিন সকালে দেরি করে কাজে যাচ্ছেন।
২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম জানান, শ্বাসকষ্ট এবং ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার উত্তরাঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি এবং সোমবার ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
পালাবদল/এসএ