
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গের সামনে আরমানিটোলায় রেলিংয়ের ইট পড়ে নিহত একজনের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত
ঢাকা: ভূমিকম্পে সারাদেশে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন শিশু। এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।
এরমধ্যে, রাজধানী ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঢাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে আরমানিটোলা এলাকায়। ভূমিকম্পে সেখানকার একটি ভবনের ছাদের রেলিং ভেঙে ৩ জন মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
এএসআই জাকারিয়া হোসেন নয়নের বরাতে ফায়ার সার্ভিস জানায়, আরমানিটোলার কসাইটুলি এলাকার একটি আটতলা ভবনের পাশের দেয়াল ও কার্নিশ থেকে ইট ও পলেস্তারা খসে নিচে পড়ে। যেখানে একটি গরুর মাংস বিক্রির দোকান ছিল। সেখানে থাকা ক্রেতা ও পথচারীরা আহত হন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে মৃতদের পরিচয় পাওয়া যায়নি।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জানান, ভূমিকম্পে আতংকিত হয়ে উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ২ জন মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন।
মৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দেলোয়ার হোসেনের ছেলে ওমর (১০) ও পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতাপাড়ার কাজেম আলী ভূঁইয়া (৭৫)।
জেলা প্রশাসক জানান, চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে ৪ জন আহত হন। এদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে শিশু হাফেজ ওমরকে (৮) মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থা আশংকাজনক।
তিনি আরও জানান, চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া (৭৫) মাটির ঘরের নিচে চাপা পড়েন এবং পরে তাকে জেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।
তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।
পালাবদল/এসএ