মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫
 
শিক্ষাঙ্গন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার





টাঙ্গাইল প্রতিনিধি
Sunday, 14 September, 2025
11:08 PM
 @palabadalnet

টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে চার জনকে আজীবন বহিষ্কার এবং বাকিদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে।

আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২৭ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৫০তম রিজেন্টস বোর্ড সভায় এই শৃঙ্খলামূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলার অবনতি, বিভিন্ন ছাত্রকে ভয় দেখানো এবং আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে চারজনকে আজীবন, একজনকে পাঁচ সেমিস্টারের জন্য, সাতজনকে চার সেমিস্টারের জন্য এবং সাতজনকে তিন সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে ।

বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে যে, অপরাধের গুরুত্ব বিবেচনা করে চারজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

আজীবন বহিষ্কৃত চারজন হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক সাদিক ইকবাল। বাকি ১৫ জন শিক্ষার্থীর জন্য বহিষ্কার আদেশ শেষ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বলেন, পদ্ধতিগত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে উচ্চপর্যায়ের অনুমোদনক্রমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com