বুধবার ২৬ নভেম্বর ২০২৫ ১২ অগ্রহায়ণ ১৪৩২
বুধবার ২৬ নভেম্বর ২০২৫
 
শিক্ষাঙ্গন
ঢাবি শিক্ষার্থীদের বিকল্প আবাসনের জন্য উত্তরায় সম্ভাব্যতা যাচাই





নিজস্ব প্রতিবেদক
Wednesday, 26 November, 2025
10:01 PM
Update: 26.11.2025
10:02:50 PM
 @palabadalnet

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিকল্প আবাসনের সম্ভাব্যতা যাচাই করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

ঢাকা: নতুন হল নির্মাণ ও সংস্কার প্রকল্প চলার সময় শিক্ষার্থীদের বিকল্প আবাসন নিশ্চিত করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এ জন্য রাজধানীর উত্তরা এলাকায় সম্ভাব্যতা যাচাই করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন হল নির্মাণ ও হলসংস্কারের সময়ে শিক্ষার্থীদের স্থানান্তরের জন্য বিকল্প আবাসনব্যবস্থা খুঁজে বের করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উত্তরা (দিয়াবাড়ি) আবাসন এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্য সুযোগ-সুবিধা, নিরাপত্তা, যাতায়াত সুবিধা ও অবকাঠামোগত বিষয়সমূহ সরেজমিন পরিদর্শন করে তারা সম্ভাব্য ব্যবহারযোগ্যতা মূল্যায়ন করে।

পরিদর্শনকৃত স্থাপনার সার্বিক মূল্যায়ন শেষে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, অবসরপ্রাপ্ত সচিব খ ম কবিরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী কাজী মো. আকরাম হোসেন, ভারপ্রাপ্ত এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা, পরিবহন ম্যানেজার মো. কামরুল হাসান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান এবং ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com