বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫ ১৭ আশ্বিন ১৪৩২
বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫
 
শিক্ষাঙ্গন
আলিয়া মাদ্রাসার মাঠ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে : শিক্ষা উপদেষ্টা





বাসস
Wednesday, 1 October, 2025
8:54 PM
 @palabadalnet

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ফাইল ছবি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর বকশিবাজারে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ কর্তৃপক্ষকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার।

বুধবার ঢাকার সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আলিয়া মাদ্রাসার মাঠটি গত সরকারের আমলে দখল করা হয়। তখন সেখানে একটি বিশেষ আদালত গঠন করা হয়েছিল। যে প্রক্রিয়ায় আদালত ভবন নির্মাণ করা হয়েছে, সেই অবৈধ স্থাপনা অপসারণের প্রক্রিয়া চলমান।

তিনি আরও বলেন, সারাদেশে মাদ্রাসাগুলোতে লাখ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। তাদেরকে ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাস্তব ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানও সমানভাবে অর্জন করতে হবে।

মাদ্রাসা শিক্ষার ঐতিহ্য ধরে রাখতে ইংরেজি ও গণিতের পাশাপাশি আরবি শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেয়ারও আহ্বান জানান উপদেষ্টা।

ড. আবরার উল্লেখ করেন, তিনি চার দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্র মাদ্রাসা থেকে পাস করা এবং তারা তাদের মেধার স্বাক্ষর রাখছেন।

তিনি বলেন, ধর্মীয় শিক্ষা এবং পোশাকের কারণে গত ১৬ বছরে অনেক মাদ্রাসা ছাত্রকে নির্যাতন সহ্য করতে হয়েছে। জঙ্গি তকমা দিয়ে তাদের ওপর বর্বরতা চালানো হয়। তবে এখন সব সত্য উদঘাটিত হয়েছে; মাদ্রাসা ছাত্ররা জঙ্গি নয়।

উপদেষ্টা আরও বলেন, শাপলা চত্বরে রাতের আঁধারে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল এবং সেই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু জাতির কাছে আজ সব স্পষ্ট।

তিনি জানান, ঢাকা আলিয়াসহ দেশের তিনটি আলিয়া মাদ্রাসার উন্নয়নে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষক স্বল্পতা পূরণ এবং ছাত্রদের আবাসিক সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা কারিগরি বিভাগের সচিব রফিকুল ইসলাম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ নুরুল হক।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com