ঢাকাই সিনেমার খ্যাতিমান অভিনেতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘ ৭ মাস ধরে অসুস্থ। গত ৬ মাস ধরে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। এখনো তার চিকিৎসা চলমান রয়েছে। তিনি এখন পর্যন্ত লন্ডনে অবস্থান করছেন। চিকিৎসার কারণেই তিনি দীর্ঘ সময় ধরে লন্ডনে অবস্থান করছেন।”
তিনি জানান, চলতি বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চন নানা শারীরিক সমস্যার মুখোমুখি হন। পরবর্তীতে শারীরিক অবস্থা দিন দিন অবনতি হতে থাকলে পরিবারের সদস্যরা তাকে ঢাকায় চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়।
মিরাজুল মইন জয় আরও জানান, গত ২৬ এপ্রিল লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ইলিয়াস কাঞ্চন। লন্ডনে পৌঁছানোর পরদিনই তাকে সেখানকার হারলি স্ট্রিট ক্লিনিকে নিউরোসার্জারি চিকিৎসকের অধীনে নেওয়া হয়। আগামী কিছুদিন চিকিৎসার নতুন ধাপ শুরু হবে। চলবে ৬ সপ্তাহ পর্যন্ত। এরপর ৪ সপ্তাহ চিকিৎসকদের অবজারভেশনে থাকবেন বলে জানা গেছে।