মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ ৫ কার্তিক ১৪৩২
মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫
 
বিনোদন
পুত্রসন্তানের মা হলেন পরিণীতি, আরো সন্তান চান





পালাবদল ডেস্ক
Tuesday, 21 October, 2025
5:27 PM
Update: 21.10.2025
5:29:55 PM
 @palabadalnet

স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত

দীপাবলির একদিন আগে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি চোপড়া। মাতৃত্বকালীন অবস্থায় বেশিরভাগ সময়টা দিল্লিতেই কাটিয়েছেন। মাঝেমধ্যে সেখান থেকে নানা মজার ভিডিও ভাগ করে নিতেন অভিনেত্রী। দিন কয়েক আগে আট মাসের গর্ভাবস্থার ভিডিও পোস্ট করেন। অনেকেই ধরে নেন হয়তো আরও কিছুটা সময় আছে তার হাতে। কিন্তু দীপাবলির আগেই সুখবর দেন অভিনেত্রী।

স্বামী রাঘব চাড্ডা রাজনীতির মানুষ। আম আদমি পার্টির নেতা। অন্যদিকে পরিণীতি অভিনেত্রী। তাদের সন্তান আগমনের খুশিতে দুই ক্ষেত্রের চেনাজানা মানুষেরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। তাদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, “শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদ। সকলকে আলাদা করে উত্তর দিতে পারিনি। কিন্তু আপনাদের ভালবাসা আমাদের কাছে পৌঁছেছে। আমরা কৃতজ্ঞ ও ভালোবাসায় পূর্ণ।”

 প্রথম সন্তানের আগমনে অসম্ভব খুশি রাঘব-পরিণীতি। যদিও অতীতে এক সাক্ষাৎকারে পরিণীতি জানান, একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছে রয়েছে তার। পরিণীতি বলন, “আমি প্রচুর শিশু দত্তক নিতে চাই। এ ছাড়াও একাধিক সন্তান চাই।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com