শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৪ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫
 
বিনোদন
‘দক্ষিণী সিনেমায় বলিউড হিরোদের ভিলেন চরিত্র দেওয়া হয়’





পালাবদল ডেস্ক
Friday, 28 November, 2025
8:50 PM
 @palabadalnet

সুনীল শেঠি। ছবি: সংগৃহীত

সুনীল শেঠি। ছবি: সংগৃহীত

বলিউড তারকা সুনীল শেঠি দাবি করেছেন, দক্ষিণের সিনেমায় বলিউড অভিনেতাদের ভিলেন চরিত্রে অভিনয় করানো হয়। এ কারণে তিনি দক্ষিণী সিনেমায় আগ্রহ পান না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, সুনীল শেঠি বলেছেন, দক্ষিণী সিনেমাতে হিন্দি সিনেমার নায়কদের ভিলেন হিসেবে কাস্ট করা হয়। এ ধরনের চরিত্র তার পছন্দ নয়।

তবে রজনীকান্ত অভিনীত দরবার সিনেমাতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন সুনীল। এ নিয়ে তিনি বলেন, শুধুমাত্র রজনীকান্তের সঙ্গে কাজ করার আজীবনের স্বপ্ন পূরণের জন্য তিনি ওই সিনেমাতে অভিনয় করেছিলেন।

দ্য লল্লনটপকে দেওয়া সাক্ষাৎকারে সুনীল বলেন,“আমিও (দক্ষিণ থেকে) প্রস্তাব পাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেখানে আমাদের ভিলেনের চরিত্র দেওয়ার প্রবণতা আছে। তারা হিন্দি হিরোদের শক্তিশালী নেতিবাচক চরিত্রে দেখতে চায়… পর্দায় এবং দর্শকদের জন্য এটা ভালো বলে মনে করে। আর এটি আমার পছন্দ নয়।”

সুনীল শেঠি আরও জানান, তিনি সম্প্রতি একটি তুলু ভাষার সিনেমাতে কাজ করেছেন। তবে এটি করেছেন কেবল কর্ণাটকের স্থানীয় সিনেমাকে উৎসাহ দিতে।

তার ভাষ্য, “সম্প্রতি আমি একটি তুলু সিনেমা করেছি। আমার উদ্দেশ্য ওই সিনেমাকে উৎসাহ দেওয়া। সিনেমাটির নাম জয়।”

জয় সিনেমাতে সুনীল একটি ক্যামিও ভূমিকায় ছিলেন। সিনেমাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রদর্শিত তুলু সিনেমাগুলোর একটি। মুক্তির প্রথম পাঁচ দিনে ৩ কোটি রুপির বেশি আয় করেছিল।

তিনি আরও বলেন, “আজকের দিনে ছবি বা কনটেন্টে কোনো ভাষার বাধা নেই। যদি বাধা থাকে, সেটা কনটেন্টের কারণেই। আপনার কনটেন্ট ভালো হলে সব বাধা অতিক্রম করতে পারবে।”

২০২৫ সালে সুনীলকে কেসরী বীর এবং নাদানিয়াঁ সিনেমাতে দেখা গেছে। এরপর তিনি দেখা দেবেন ওয়েলকাম টু দ্য জঙ্গল এবং হেরা ফেরি ৩ ফ্র্যাঞ্চাইজিতে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com