
ভারতের মোদি ও রাশিয়ার ট্রাম্প। ফাইল ছবি: এএফপি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন। ডিসেম্বরের ৪ ও ৫ তারিখ ভূখণ্ডের আয়তন বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটিতে পুতিনকে দেখা যাবে।
আজ শুক্রবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি যাচ্ছেন রুশ নেতা।
ক্রেমলিনের বিবৃতিতে জানা গেছে, এই সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে সই করবেন।
পাশাপাশি, আলোচনায় স্থান পাবে রুশ-ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
এমন সময় পুতিন ভারতে যাচ্ছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়।
তা সত্ত্বেও, মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি।
আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে ‘রাশিয়ার যুদ্ধের খরচ’ জোগানোর অভিযোগ তোলেন।
পালাবদল/এসএ