
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে তিনি বলেন, “খালেদা জিয়া গত দুদিন ধরে অসুস্থ। তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতেই ডাক্তাররা বলেছেন, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”
এসময় খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
এর আগে, বাদ জুমা বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল।
পালাবদল/এসএ