শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ১৪ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫
 
সারাবাংলা
আধিপত্যের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে হত্যা





ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Friday, 28 November, 2025
8:25 PM
 @palabadalnet

নিহত সাদ্দামের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নিহত সাদ্দামের স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া: শহরের কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

গতরাতে এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (৩২) ওই এলাকার মস্তু মিয়ার ছেলে। 

এর আগে, সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তারা হলেন, নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব উদ্দিন (২৭) ও সাজু মিয়া। তাদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, গতরাতে সাদ্দামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় ‘লায়ন শাকিল গ্রুপ’ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের তিনজনকে গুলি করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত গভীর হলে দিলীপের সহযোগীরা তাদেরই অনুসারী সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সাদ্দামকে সড়কে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। 

স্বজনদের দাবি, প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের লোককেই হত্যা করেছে দিলীপ গ্রুপ।

নিহতের পরিবার জানায়, সাদ্দাম সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়া তিনজনেরই অনুসারী ছিলেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “এলাকার দুই গ্রুপের আধিপত্যের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।”

তবে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি সাদ্দামকে ডেকে নিয়ে যাননি, বরং সাদ্দাম তার সঙ্গেই ছিলেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com