
মস্কোর দক্ষিণে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন জেনারেল ফানিল সারভারভ। ছবি: রয়টার্স
রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণে গাড়ির নিচে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ সোমবার তদন্তকারীদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।
রাশিয়ায় বড় অপরাধগুলোর তদন্ত করে থাকে ‘ইনভেস্টিগেটিভ কমিটি’।
ওই সরকারি সংস্থা জানিয়েছে, তারা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের ‘হত্যাকাণ্ডের’ তদন্ত শুরু করেছে।
নিহত জেনারেল সেনাবাহিনীর প্রশিক্ষণ দপ্তরের প্রধান ছিলেন।
তদন্ত সংস্থা জানিয়েছে, ‘ইউক্রেনীয় স্পেশাল ফোর্সেস’ এই ঘটনার সঙ্গে যুক্ত আছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে রাশিয়া। সে সময় থেকেই কিয়েভ রুশ সামরিক কর্মকর্তা ও ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত অংশে ক্রেমলিনপন্থিদের লক্ষ্য করে চোরাগোপ্তা হামলা শুরু করে। এমনটাই দাবি করে মস্কো।
এপ্রিলে গাড়ি বোমা বিস্ফোরণে সশস্ত্রবাহিনীর উপপ্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক নিহত হন।
২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ার রেডিওলজিকাল, কেমিকাল ও বায়োলজিকাল প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ ইলেকট্রিক স্কুটারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন।
ওই হামলার দায় নেয় ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা বাহিনী।
এ ছাড়া, ক্রেমলিনপন্থি রুশ সামরিক ব্লগার ম্যাক্সিম ফোমিন সেইন্ট পিটার্সবার্গের একটি কফির দোকানে রাখা ছোট মূর্তির ভেতর পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। ঘটনাটি ২০২৩ সালের এপ্রিলের।
এর আগে, ২০২২ সালের আগস্টে কট্টর রুশ জাতীয়তাবাদী নেতা আলেকজান্ডার দুজিন-এর মেয়ে দারিয়া দুজিনা গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন।
পালাবদল/এমএম