
ছবি: গালফ নিউজ
বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। বজ্রপাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সংযুক্ত আরব আমিরাতের অন্যতম এমিরেত দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহম্মদ বিন রশিদ আল মাকতৌম।
গালফ নিউজের খবরে বলা হয়, গতকাল থেকে টানা বর্ষণ ও ঝড়ো হাওয়া শুরু হয়েছে দুবাইয়ে। সেই সময়েই বজ্রপাত ঘটে বুর্জ খলিফায়।
এতে অবশ্য ভবনটির কোনো ক্ষতি হয়নি। কারণ ভবনটি যেন বজ্রপাত প্রতিরোধ করতে পারে, সেভাবেই সেটির নকশা করা হয়েছে।
পোস্টে দুবাইয়ের বাসিন্দাদের উদ্দেশে ক্রাউন প্রিন্স বলেন, সামনের এমন আরও বৃষ্টিবহুল দিন আসবে দুবাইয়ে। বাসিন্দারা যেন সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখেন। বুর্জ খলিফা বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভবন। ১৬৩ তলা বিশিষ্ট এই ভবনের উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।
পালাবদল/এসএ