শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ ৫ পৌষ ১৪৩২
শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫
 
প্রবাস
হাদি হত্যার প্রতিবাদে নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ





সংবাদদাতা
Friday, 19 December, 2025
1:43 PM
Update: 19.12.2025
1:46:09 PM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ বিন ওসমান হাদি হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা। 

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জ‍্যাকসন হাইটসে আয়োজিত পথসভায় বক্তারা জানান, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হাদীকে হত্যা করা হয়েছে । হাদীকে হত্যা করে আধিপত্যবিরোধী লড়াই বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। প্রতিবাদ সভায় জুলাই পক্ষের প্রতিনিধিরা ছাড়াও নিউ ইয়র্কের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । 

বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন উপদেষ্টা সৈয়দ আল আমীন জানান, হাদীর হত্যার প্রতিবাদে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিবাদ সভা করা হয়েছে । সেখানে বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেপ্তার এবং তাদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তারা দেশের আগামী নির্বাচন বানচাল করার একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে উল্লেখ করে  গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।  আল আমীন জানান, শুক্রবার সন্ধ্যায় ডাইভারসিটি এলাকায় জুলাই যোদ্ধা হাদীর গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com