শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ ৫ পৌষ ১৪৩২
শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫
 
রাজনীতি
বিভিন্ন স্থানে ‘হামলা এবং ভ্যান্ডালিজম করার’ পরিকল্পনা রয়েছে, শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের





নিজস্ব প্রতিবেদক
Friday, 19 December, 2025
1:48 PM
 @palabadalnet

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি ফেসবুক থেকে নেওয়া

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সম্প্রতি পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফেসবুকে দেওয়া একটি ভিডিও বার্তায় হামলা-ভাঙচুরের শঙ্কা প্রকাশ করছেন।

ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার চেয়ে করা আন্দোলনে হামলা-ভাঙচুরের শঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া ওসমান হাদিকে সামনে রেখে “কেউ যেন সন্ত্রাস করতে না পারে” বা নিজেদের “ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থ উদ্ধার করতে না পারে” সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান সাবেক এই উপদেষ্টা।

নিজের ফেসবুক পাতায় প্রকাশিত ওই ভিডিওতে তিনি বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে বিভাজনকে উসকে দেওয়ার জন্য এবং নানা ধরনের স্বার্থান্বেষী মহল গণমাধ্যম, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অনেক জায়গায় হামলা ও অগ্নিসংযোগ করেছে”।

এর বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করে আসিফ ভূঁইয়া শঙ্কা প্রকাশ করেন, “এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণের জন্য আজও বিভিন্ন স্থানে হামলা এবং ভ্যান্ডালিজম করার পরিকল্পনা রয়েছে।”

বাংলাদেশের জনগণের প্রতি তিনি আহ্বান জানান, দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিজেদেরই।

“কোনো ধরনের সেনসিটিভ, ধর্মীয় প্রতিষ্টান, সংবাদমাধ্যম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়, সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব”, বলেন তিনি।

“আগামীকাল এসব প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার জন্য সবাই সতর্ক থাকবেন।”

একইসাথে ন্যায়বিচার চাওয়ার মিছিল যেন কেউ ভিন্নদিকে ডাইভার্ট করতে না পারে বা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেই সতর্ক বার্তাও দেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com