বুধবার ১৫ অক্টোবর ২০২৫ ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার ১৫ অক্টোবর ২০২৫
 
প্রবাস
নিউইয়র্কে বন্দুক হামলায় নিহত পুলিশ কর্মকর্তা বাংলাদেশি অভিবাসী





পালাবদল ডেস্ক
Tuesday, 29 July, 2025
2:29 PM
 @palabadalnet

ছবি: নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট

ছবি: নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রের মিডটাউন ম্যানহাটনের একটি ভবনে বন্দুকধারীর গুলিতে নিহত নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলাম একজন বাংলাদেশি অভিবাসী।

সোমবার মার্কিন সংবাদমাধ্যমে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই বন্দুকধারী ছিলেন ‘মানসিক বিকারগ্রস্ত’।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, “তিনি (দিদারুল ইসলাম) নিউইয়র্কবাসীকে রক্ষার দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং এই শহরকে ভালোবাসতেন। আমরা যাদের সঙ্গে কথা বলেছি, সবাই বলেছেন যে তিনি একজন ধর্মভীরু মানুষ ছিলেন এবং সৎ জীবনযাপন করতেন।”

সংবাদ সম্মেলনের বরাতে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সোমবার ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে সন্দেহভাজন ঘাতক ২৭ বছর বয়সী শেইন তামুরার হাতে প্রাণ হারান ৩৬ বছর বয়সী দিদারুল।

মেয়র বলেন, “তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। যেভাবে নিউইয়র্ক পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করেন, তিনিও সেভাবে অন্যদের নিরাপত্তা দিতেন।”

সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দিদারুলের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা এবং তাদের দুই সন্তান আছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com