
ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল ছবি
গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের সোমবার 'ফিরিয়ে আনা' হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরা এক খবরে এমনটি জানায়।
এই চুক্তির অংশ হিসেবে ২০ জন জীবিত জিম্মি মুক্তি পাবেন। এর সঙ্গে ২৮ জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে।
শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সোমবার 'গুরুত্বপূর্ণ একটি দিন' হবে। কারণ কারণ হামাস জীবিত ও মৃত ৪৮ জিম্মিকে মুক্তি দেবে। আর ইসরায়েল বিনিময়ে দুই হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে।
ট্রাম্প জানান, কয়েকটি মরদেহ খুঁড়ে তোলা হচ্ছে। এ নিয়ে কাজ চলছে। 'এটি একটি ট্রাজেডি, সত্যিই এক ভীষণ ট্রাজেডি,' তিনি যোগ করেন।
গাজায় জীবিত জিম্মিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'তারা ঝুঁকিপূর্ণ স্থানে আছেন। মাত্র কয়েকজন লোকই জানেন তারা কোথায় আছেন।'
ট্রাম্প আরও জানান, তিনি এই সপ্তাহ শেষে কায়রো সফর করবেন এবং এরপর আলাদাভাবে ইসরায়েলের পার্লামেন্টে বক্তব্য দেবেন। এরপর যুক্তরাষ্ট্রে ফিরবেন।
শান্তিচুক্তি অনুযায়ী অনুযায়ী, যুদ্ধবিরতি শুরু হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেবে হামাস।
ইসরায়েলের সরকার শুক্রবার ভোরে যুদ্ধবিরতি অনুমোদন করে এবং দিনশেষে তা কার্যকর হয়। এরপর ইসরায়েলি সেনারা গাজার কিছু এলাকা থেকে নির্ধারিত স্থানে চলে যায়। একইসঙ্গে জিম্মিদের মুক্তির ৭২ ঘণ্টার সময় শুরু হয়।
কিছু প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের জন্য কিছু জিম্মির মরদেহ খুঁজে বের করা এবং সংগ্রহ করা কঠিন হতে পারে, যা সোমবারের বন্দি বিনিময়কে জটিল করে তুলতে পারে।
পালাবদল/এসএ