সোমবার ১৩ অক্টোবর ২০২৫ ২৮ আশ্বিন ১৪৩২
সোমবার ১৩ অক্টোবর ২০২৫
 
বিদেশ
৭ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস





পালাবদল ডেস্ক
Monday, 13 October, 2025
2:31 PM
 @palabadalnet

গাজায় ৭ জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে উল্লাসে ফেটে পড়েন ইসরায়েলিরা। ছবি: এএফপি

গাজায় ৭ জিম্মি মুক্তির খবরে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে উল্লাসে ফেটে পড়েন ইসরায়েলিরা। ছবি: এএফপি

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন।

ইতোমধ্যে সাত জীবিত জিম্মিকে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তরের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়েছে। 

৭ জিম্মির মুক্তির খবরে তেল আবিবের 'হোস্টেজ স্কয়ারে' জমায়েত হওয়া হাজারো ইসরায়েলি উল্লাসে ফেটে পড়েন।

অপরদিকে, চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন কারাগারে আটক হাজারো ফিলিস্তিনি মুক্তি পাবেন। 

এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, সকল জীবিত জিম্মি ও মৃতদের মরদেহ হাতে না পাওয়া পর্যন্ত তিনি ফিলিস্তিনিদের মুক্তি দেবেন না।

গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরের শার্ম এল-শেখ শহরের উদ্দেশে রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে গাজার ভবিষ্যত ও টেকসই শান্তি প্রতিষ্ঠাসহ অন্যান্য বিষয় নিয়ে ওই সম্মেলনে বিশ্বনেতারা আলোচনা করবেন।

তবে এতে ইসরায়েল বা হামাসের অংশগ্রহণ না থাকায় পুরো উদ্যোগটি প্রশ্নবিদ্ধ হয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com