বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫ ১১ পৌষ ১৪৩২
বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫
 
বিদেশ
বড়দিনের শুভেচ্ছায় রাজনৈতিক প্রতিপক্ষদের গালাগাল করলেন ট্রাম্প





পালাবদল ডেস্ক
Thursday, 25 December, 2025
1:37 PM
 @palabadalnet

বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

আজ বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র অনুষ্ঠান বড়দিন উদযাপন হচ্ছে। প্রথা অনুযায়ী, বিশেষ এই দিনে বিশ্বনেতারা খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছাবাণী দিয়ে থাকেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর ব্যতিক্রম নন।

তবে অন্যদের মতো ‘শুভেচ্ছার’ সীমাবদ্ধতায় আটকে থাকেননি ট্রাম্প। শুভেচ্ছার পাশাপাশি প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের 'কট্টর বামপন্থি আবর্জনা' আখ্যা দেন রিপাবলিকান নেতা ট্রাম্প।

বড়দিনের আগের দিন ফ্লোরিডায় নিজের বিলাসবহুল বাড়ি মার-আ-লাগোয় অবস্থান করছিলেন ট্রাম্প। সেখানে তিনি নোরাডের সান্টা ট্র্যাকার কলে অংশ নেন এবং বিশ্বজুড়ে মোতায়েন মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা পাঠান।

তবে রাজনৈতিক প্রতিপক্ষদের প্রতি কোনো ধরনের নমনীয়তা দেখাননি এই রিপাবলিকান নেতা। 

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “কট্টর বামপন্থি আবর্জনাগুলো আমাদের দেশকে ধ্বংস করার জন্য যা যা করা সম্ভব, তার সবই করছে। তাদেরকেসহ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি।”

“উন্মুক্ত সীমান্ত, নারীদের ক্রীড়ায় পুরুষের অংশগ্রহণ, সবার তৃতীয় লিঙ্গ গ্রহণের সুযোগ অথবা দুর্বল আইন প্রয়োগের মতো বিষয়গুলো আর নেই। তবে আমাদের যা আছে, তা হলো, পুঁজিবাজার ও ৪০১কে (অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য বিশেষ অ্যাকাউন্ট)-এর নতুন রেকর্ড, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের মাত্রা, মূল্যস্ফীতি না থাকা এবং গতকাল চার দশমিক তিন (শতাংশ) জিডিপি (প্রবৃদ্ধি) অর্জন, যা প্রত্যাশার চেয়ে দুই পয়েন্ট বেশি।”

চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে চার দশমিক তিন শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে মার্কিন অর্থনীতি। বাণিজ্য দপ্তর গতকাল এই তথ্য প্রকাশ করেছে। এই প্রবৃদ্ধি গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ।

ট্রাম্প এই অর্জনকে সামনে রেখে বিরোধীদের তীব্র সমালোচনা করেন। সাম্প্রতিক সময়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 'জীবনযাপনের ক্রমবর্ধমান খরচে' রাশ টেনে ধরতে না পারার অভিযোগ এসেছে। 

তবে বাণিজ্য দপ্তরের ঐ প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অভ্যন্তরীণ ক্রয়ের মূল্য সূচক তিন দশমিক চার শতাংশ বেড়েছে। দ্বিতীয় ত্রৈমাসিকে এই হার ছিল দুই শতাংশ।

এই সূচকটি সরাসরি মূল্যস্ফীতিকে প্রভাবিত করে। 

বড়দিনের এক সপ্তাহ আগে ডেমোক্র্যাটরা বিচার বিভাগের সমালোচনা করেন। তাদের অভিযোগ, ট্রাম্পের এক কালের বন্ধু জেফরি এপস্টাইনের বিরুদ্ধে আনা যৌন অপরাধের তদন্ত প্রক্রিয়ার হাজারো রেকর্ড মুছে ফেলা হয়েছে। পাশাপাশি, অন্যান্য রেকর্ড প্রকাশেও ধীরে চলো নীতি অনুসরণ করছে বিভাগটি-এমন অভিযোগ করেছেন ডেমোক্র্যাটরা।

ক্যারিবীয় সমুদ্রে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে নিযুক্ত মার্কিন সেনাদের শুভেচ্ছা পাঠান ট্রাম্প। বিশ্বের অন্যান্য দেশে মোতায়েন থাকা সেনাদেরকেও আলাদা করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com