সোমবার ১৭ নভেম্বর ২০২৫ ৩ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার ১৭ নভেম্বর ২০২৫
 
ধর্ম ও জীবন
সরকারি ব্যবস্থাপনায় ৩ হজ প্যাকেজ





নিজস্ব প্রতিবেদক
Monday, 29 September, 2025
1:07 PM
Update: 30.09.2025
8:04:24 PM
 @palabadalnet

ঢাকা: আগামী বছরের হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে—যার সর্বনিম্ন খরচ ৪ লাখ ৬৭ হাজার টাকা এবং সর্বোচ্চ ৬ লাখ ৯০ হাজার টাকা।

ধর্ম বিষয়ক উপদেষ্টা এএফএম খালিদ হোসেন রোববার তার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

হজ প্যাকেজ-১ এর জন্য খরচ হবে ৬ লাখ ৯০ হাজার টাকা। এই প্যাকেজের আওতায় মক্কার হারাম শরীফ প্রাঙ্গণ থেকে সর্বোচ্চ ৭০০ মিটার দূরত্বে এবং মদিনার মারকাজিয়া এলাকায় থাকার ব্যবস্থা করা হবে। প্রতি কক্ষে সর্বোচ্চ পাঁচজন থাকার ব্যবস্থা থাকবে।

মিনার জোন-২-এ অবস্থিত তাঁবুতে হাজীরা থাকবেন। সেখানে মোয়াল্লেমের সরবরাহকৃত খাবার দেওয়া হবে। এ ছাড়া, মিনা ও আরাফায় ডি+ ক্যাটাগরির পরিষেবাও থাকবে।

এএফএম খালিদ বলেন, হজ প্যাকেজ-২-এর খরচ কিছুটা কম। প্রায় ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। এই প্যাকেজে মক্কায় হারাম শরীফের প্রাঙ্গণ থেকে ১.২-১.৮ কিলোমিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকায় হাজীদের থাকার ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, এই প্যাকেজে প্রতিটি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকার ব্যবস্থা থাকবে। মিনার জোন-২-এর তাঁবুতে এই প্যাকেজের হাজীরা অবস্থান করবেন। সেখানে মোয়াল্লেমের সরবরাহকৃত খাবার এবং মিনা ও আরাফায় ডি ক্যাটাগরির পরিষেবা পাওয়া  যাবে।

প্যাকেজ ১ ও ২-এর হাজীরা অতিরিক্ত চার্জ প্রদান সাপেক্ষে মক্কা ও মদিনায় দুই জন তিনজনের রুমে থাকতে পারবেন।

সৌদি আরবে হাজীদের স্বাভাবিক অবস্থান সময়কাল ৩৫-৪৭ দিন হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, নতুন করে হজ প্যাকেজ-৩ চালু করা হয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ৪ লাখ ৬৭ হাজার টাকা। এই প্যাকেজের আওতায় মক্কার আজিজিয়া এলাকায় ও মদিনার মারকাজিয়া এলাকার বাইরে থাকার ব্যবস্থা করা হবে।

প্যাকেজ-৩ এর হাজীরা প্রতিটি কক্ষে সর্বোচ্চ ছয়জন থাকবেন এবং মিনার জোন-৫-এ তাদের তাঁবু থাকবে। সেখানে মোয়াল্লেমের সরবরাহকৃত খাবার এবং মিনা ও আরাফায় ডি ক্যাটাগরির পরিষেবা পাওয়া যাবে।

তিনি জানান, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য হারাম শরীফে যাতায়াতে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ব্যবস্থা করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার এই প্রথমবারের মতো আজিজিয়া এলাকায় হজযাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করেছে।”

সরকার-পরিচালিত এই প্যাকেজগুলোর পাশাপাশি বেসরকারি পর্যায়ের জন্য জনপ্রতি ৫ লাখ ৯ হাজার টাকার ‘সাধারণ হজ প্যাকেজ’ চূড়ান্ত করা হয়েছে। এই প্যাকেজ গ্রহণকারী বেসরকারি হজ এজেন্সিকে নিজস্ব দুটি অতিরিক্ত প্যাকেজ ঘোষণার অনুমতি দেওয়া হবে।

ধর্ম উপদেষ্টা জানান, সরকারি প্যাকেজে হজযাত্রী-প্রতি দৈনিক খাদ্য ব্যয় ধরা হয়েছে ন্যূনতম ৩৫ সৌদি রিয়াল। এর বাইরে খাবারের জন্য ও নিজস্ব কেনাকাটা করতে চাইলে তার জন্য হজযাত্রীদের আলাদা অর্থ নিয়ে যেতে হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com