শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫ ১২ পৌষ ১৪৩২
শুক্রবার ২৬ ডিসেম্বর ২০২৫
 
স্পোর্টস
টাইটেল স্পন্সরহীন বিপিএল





Friday, 26 December, 2025
12:19 AM
Update: 26.12.2025
12:21:01 AM
 @palabadalnet

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ বিপিএলের ১২তম আসর মাঠে গড়াচ্ছে। বাঅথচ এখনও টুর্নামেন্টের কোনো টাইটেল স্পন্সর চূড়ান্ত হয়নি। সাধারণত টুর্নামেন্ট শুরুর বেশ আগেই জাঁকজমকপূর্ণভাবে স্পন্সরের নাম ঘোষণা করা হয়, কিন্তু এবার শেষ মুহূর্তেও বিসিবি বা আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি আসেনি। গত মৌসুমে ডাচ-বাংলা ব্যাংক স্পন্সর হিসেবে থাকলেও এবার দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন।

টাইটেল স্পন্সর নিয়ে এই অনিশ্চয়তার বিষয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “আমাদের এখনও জানানো হয়নি টাইটেল স্পন্সর কারা। হয়তো আগামীকালের মধ্যে এটি চূড়ান্ত হতে পারে।” বিসিবির এক পরিচালক জানিয়েছেন, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান 'মাত্রা' বিপিএলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এবং স্পন্সর নিশ্চিত হওয়া মাত্রই তারা এ সংক্রান্ত আনুষ্ঠানিকতার আয়োজন করবে।

মাঠের বাইরের এই অব্যবস্থাপনার সাথে যুক্ত হয়েছে ফ্র্যাঞ্চাইজি সংক্রান্ত জটিলতাও। স্পন্সর জোগাড় করতে ব্যর্থ হওয়ায় চট্টগ্রাম রয়্যালস নিজেদের প্রত্যাহার করে নিতে চেয়েছিল। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাধ্য হয়েই দলটির দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এদিকে, মাঠের বাইরের এই অস্থিরতার মাঝেই টুর্নামেন্ট শুরুর ঠিক আগের দিন অধিনায়কদের নাম ঘোষণা করেছে তিনটি ফ্র্যাঞ্চাইজি। প্রত্যাশা অনুযায়ী সিলেট টাইটানসের নেতৃত্বভার দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের কাঁধে। নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে সৈকত আলীকে। এছাড়া রংপুর রাইডার্সের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। এর আগেই রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্তকে এবং ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ মিঠুনকে তাদের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল।

অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি সিলেট টাইটানস ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, বিপিএলের গাইডলাইন মেনে তারা ইতিমধ্যেই খেলোয়াড়দের ১৫ দিনের দৈনিক ভাতা এবং চুক্তির ২৫ শতাংশ অর্থ পরিশোধ করে দিয়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com