গুগলের গ্রেডিয়েন্ট 'G' লোগো এখন থেকে সব প্লাটফর্মে ব্যবহার করা হবে বলে জানিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, সোমবার গুগল ঘোষণা করেছে, এ বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইওএসের গুগল অ্যাপে নতুন লোগোটি প্রথম যায়। তবে খুব শিগগিরই এটি গুগলের সব প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়বে।
প্রায় ১০ বছর পর এটি গুগলের প্রথম বড় লোগো পরিবর্তন।
এর আগে, ২০১৫ সালে গুগল তাদের রঙিন 'G' লোগোতে লাল, হলুদ, সবুজ ও নীল রং আলাদা রেখেছিল। কিন্তু নতুন লোগোতে চারটি রং একসঙ্গে মিশে গেছে এবং আরও উজ্জ্বল হয়েছে।
এটি গুগলের গ্রেডিয়েন্ট জেমিনাই লোগোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
গুগলের ভাষায়, এ পরিবর্তন তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এগিয়ে যাওয়ার প্রতিচ্ছবি।
নতুন 'G' লোগোর পাশাপাশি গুগল তাদের গুগল হোম লোগোও একই ডিজাইনে হালনাগাদ করেছে।
গুগল জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন ডিজাইন আরও বেশি ছড়িয়ে পড়বে। ফলে শিগগিরই জিমেইল, ড্রাইভ, মিট ও ক্যালেন্ডারের মতো অন্যান্য অ্যাপেও গ্রেডিয়েন্ট লুক দেখা যাবে।