শনিবার ৪ অক্টোবর ২০২৫ ১৯ আশ্বিন ১৪৩২
শনিবার ৪ অক্টোবর ২০২৫
 
সাইটেক
উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ‘গ্রোকিপিডিয়া’ আনছেন ইলন মাস্ক





পালাবদল ডেস্ক
Friday, 3 October, 2025
1:23 PM
 @palabadalnet

ইলন মাস্ক জানিয়েছেন, তার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি এক্সএআই একটি ডিজিটাল বিশ্বকোষ তৈরি করছে। যার নাম হবে ‘গ্রোকিপিডিয়া’।

মাস্কের ভাষ্য, গ্রোকিপিডিয়া উইকিপিডিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

সম্প্রতি মাস্ক এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “আমরা গ্রোকিপিডিয়া তৈরি করছি। এটি উইকিপিডিয়ার চেয়ে অনেক উন্নত হবে।”

মাস্ক প্রায়ই উইকিপিডিয়াকে লক্ষ্য করে মন্তব্য করেন। তিনি এটিকে ‘ওয়োক’ আখ্যা দিয়ে অনুদানের ওপর নির্ভরশীলতার কারণে অর্থায়ন বন্ধের কথাও বলেছেন।

গ্রোকিপিডিয়ার প্রকল্পটি এক্সএআইয়ের চ্যাটবট গ্রক ব্যবহার করে তৈরি করা হবে। মাস্ক এই চ্যাটবটকে ওপেনএআই ও চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে চালু করেছিলেন।

মাস্ক সম্প্রতি এক পডকাস্টে বলেছেন, এই প্রযুক্তি ভবিষ্যতে মানুষের মতো উইকিপিডিয়ার স্বেচ্ছাসেবকদের কাজ করতে পারবে। যেমন এডিট ও আপডেট করা। এছাড়া যে কোনো পক্ষপাত বা ভুল তথ্য শনাক্ত করবে।

এর আগে, ২০২৩ সালে মাস্ক টুইট করে বলেছিলেন, যদি উইকিপিডিয়া তার নাম পরিবর্তন করে ‘ডিকিপিডিয়া’ করে, তাহলে তিনি এক বিলিয়ন ডলার অনুদান দিতে প্রস্তুত।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com