বুধবার ২৫ জুন ২০২৫ ১১ আষাঢ় ১৪৩২
বুধবার ২৫ জুন ২০২৫
 
লাইফস্টাইল
অন্তর্মুখীদের জন্য ৫ পরামর্শ





পালাবদল ডেস্ক
Sunday, 1 June, 2025
12:38 AM
Update: 01.06.2025
12:39:57 AM
 @palabadalnet

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বন্ধুরা পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু আপনার ইচ্ছে নেই। কখনও যেতে হলেও দর্শন দিয়েই বেরিয়ে আসেন। রেস্তরাঁয় স্টার্টারের তুলনায় ডেজার্টের অপেক্ষায় থাকেন বেশি। কেনাকাটা করতে গিয়ে ঘড়িতে চোখ থাকে বেশি। তা হলে আর না ভেবে বলা যায়, আপনি অন্তর্মুখী। মেলামেশা বা সামাজিকতা থেকে দূরে থাকতে পছন্দ করেন। অন্দরমহলেই হয়তো নিজের আলাদা জগৎ তৈরি করে নিয়েছেন। যাঁরা অন্তর্মুখী, তাদের ক্ষেত্রে অনেক সময়েই বাড়ির বাইরে বেরোতে বা অন্য ব্যক্তির সঙ্গে মেলামেশা কঠিন হয়ে দাঁড়ায়।

সমাজমাধ্যম, মোবাইল ফোন এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য বর্ধিত অ্যাপ নির্ভরতার সঙ্গেই মানুষের মধ্যে সামাজিকতা বা মেলামেশার প্রবণতা যে অনেকটা কমেছে, তা নিয়ে সমাজতাত্ত্বিকেরা একমত। তারা জানাচ্ছেন, সময়ের সঙ্গে মেলামেশার ক্ষেত্রে অনেকেই অনীহা প্রকাশ করছেন।

কী ঘটছে? কী পদক্ষেপ করা যেতে পারে?

১) গবেষকেরা জানিয়েছেন, দৃষ্টিশক্তির মাধ্যমে কোনো বস্তুর সঙ্গে তিন সেকেন্ডের বেশি যোগসূত্র তৈরি হলে, তা ভালো। তাই মুখোমুখি সাক্ষাতের ক্ষেত্রে দৃষ্টি বিনিময় সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যা মোবাইলে সম্ভব নয়।

কী করণীয়: বাড়ির বাইরে পা রাখার ক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ করা যেতে পারে। যেমন প্রতিবেশীদের সঙ্গে দেখা। যারা একা থাকতে পছন্দ করেন, তারা কোনো প্রদর্শনী, সিনেমা দেখা বা হাঁটার অভ্যাস তৈরি করতে পারেন।

২) কোনো অনুষ্ঠান বা ভ্রমণের ক্ষেত্রে সদস্যসংখ্যা বেশি হলে সমস্যা হতে পারে। মনের মধ্যে তখন ‘কে কী বলবে’- এই ধরনের চিন্তা বাসা বাধে। হতেও পারে সেই উদ্যোগে শেষ পর্যন্ত আপনি শামিল হলেন না।

কী করণীয়: এ রকম ক্ষেত্রে কারা কারা আসছেন, তা আগে থেকে জেনে নেওয়া যেতে পারে। তার পর, তালিকা থেকে প্রত্যেকের সঙ্গে শেষ কবে দেখা হয়েছে বা কী কথা হয়েছে, তা স্মরণ করা যেতে পারে। ফলে মুখোমুখি দেখা হলে এড়িয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে না। অপরিচিত কারও সঙ্গে আলাপ করতে হলে, সেই ব্যক্তির পরিচিত কাউকেও সঙ্গে রাখা যায়। কথোপকথন সহজ হবে।

৩) যারা অন্তর্মুখী হন, পারিপার্শ্বিক শব্দের ক্ষেত্রে তারা সচেতন থাকেন। কোনো ক্যাফের শোরগোল বা জন্মদিনের অনুষ্ঠানে বেলুন ফাটানোর শব্দ তার পছন্দ না-ও হতে পারে। মস্তিষ্ক তখন শব্দের প্রেক্ষাপটে মনের মধ্যে বিরক্তির উদ্রেক ঘটায়।

কী করণীয়: আপনার সঙ্গে যিনি রয়েছেন, তাকে স্থান পরিবর্তনের জন্য অনুরোধ করা যেতে পারে। বলা যেতেই পারে কোলাহলের মধ্যে কথোপকথনে আপনার সমস্যা হচ্ছে। উপস্থিতি অতিথিদের সংখ্যা বেশি হলে ইয়ারপ্লাগ বা ইয়ারফোন অনেক সময় কাজে দেয়।

৪) অনেক সময়েই মেলামেশার ক্ষেত্রে সময় বাধা হয়ে দাঁড়ায়। ভালো গ্রুপ ছবি থেকেও হয়তো আপনি বাদ পড়ে যান। স্বল্প উপস্থিতির জন্য কেউ কেউ আপনাকে নিয়ে অভিযোগও করতে পারেন। তাই আগে থেকে একটু ভেবে নেওয়া উচিত।

কী করণীয়: অনুষ্ঠান বা কোনো বৈঠকের ঠিক কোন সময়ে আপনি উপস্থিত থাকতে চাইছেন, তা আগে থেকে ঠিক করে নিন। প্রয়োজনে উদ্যোক্তাদের তা আগে থেকে জানিয়ে রাখুন। ফলে নির্দিষ্ট সময়ে তারাও আপনাকে সময় দেবেন।

৫) মেলামেশা এড়িয়ে চলতে চলতে এক সময়ে তা অভ্যাসে পরিণত হয়। দীর্ঘকালীন অনুপস্থিতি আত্মীয় বা বন্ধুবান্ধবের মধ্যে তখন আপনাকে নিয়ে নতুন করে প্রত্যাশা তৈরি করে না। ফলে সম্পর্কেও দূরত্ব তৈরি হয়।

কী করণীয়: নিজেকে প্রশ্ন করা যেতে পারে যে, যাকে এড়িয়ে গেলেন, পরে কি তার কাছে ক্ষমা চেয়ে আপনি মেসেজ করবেন। যদি উত্তর হ্যাঁ হয়, তা হলে নিজের মনের পরিবর্তন করা উচিত। নিজের পরিবর্তে অন্য মানুষটির চাহিদাকে গুরুত্ব দেওয়া শুরু করলে, সমস্যাগুলি সহজ হতে শুরু করবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com