শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
 
জাতীয়
সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে: আসিফ মাহমুদ





নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 July, 2025
6:24 PM
 @palabadalnet

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, তিনি যতটুকু দেখেছেন, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে। তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, সশস্ত্র হামলা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হবে বলে তিনি আশা করছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ আয়োজনে ‘যুব উদ্যোক্তা: বিনিয়োগ, নীতি ও ইকোসিস্টেম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন আসিফ মাহমুদ।

গতকাল বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনাকে দুঃখজনক হিসেবে অভিহিত করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, তারা লক্ষ করেছেন, সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছিল।

আসিফ মাহমুদ বলেন, “বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা কখনোই এ ধরনের পরিস্থিতি প্রত্যাশা করি না। আমরা চাই, শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম চলবে। এটাই আমাদের প্রত্যাশা।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com