শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
 
অর্থ-বাণিজ্য
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ





নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 July, 2025
6:06 PM
 @palabadalnet

মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ। ছবি: সংগৃহীত

মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. ওবায়েদুল্লাহ আল মাসুদ। ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে হাতে লেখা একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসলামী ব্যাংকের অপর একজন স্বতন্ত্র পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে মো. ওবায়েদুল্লাহ আল মাসুদকে একাধিকবার কল ও মেসেজ দেওয়া হলেও তিনি তার জবাব দেননি।

এর আগে গত ১৪ জুলাই বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য তলব করে। এরপর থেকে তিনি ব্যাংকে অনুপস্থিত। এমনকি ১৫ জুলাই তিনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন কমিটির বৈঠকেও উপস্থিত হননি। ওই দিন বিএফআইইউ দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের বোর্ড পুনর্গঠন করে মাসুদকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকটিতে সংকট থেকে টেনে তুলতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিযুক্ত করা হয়, যার মধ্যে মাসুদ একজন।

তিনি এর আগে রূপালী ব্যাংক ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com