মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
 
অর্থ-বাণিজ্য
মূল্যস্ফীতি কমে ৮.৪৮ শতাংশ, ২৭ মাসের মধ্যে সর্বনিম্ন





নিজস্ব প্রতিবেদক
Monday, 7 July, 2025
10:28 PM
 @palabadalnet

ঢাকা: জুনে বাংলাদেশে মূল্যস্ফীতি হার কমে ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে। মে মাসে তা ছিল ৯ দশমিক ০৫ শতাংশ। জুনে মূল্যস্ফীতি গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন হয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৭ মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নামল।

খাদ্য এবং খাদ্য-বহির্ভূত উভয় পণ্যে দাম কমায় মূল্যস্ফীতি এতটা কমেছে।

জুনে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয় ৭ দশমিক ৩৯ শতাংশ। আগের মাসে তা ছিল ৮ দশমিক ৫৯ শতাংশ। এর ফলে নিম্ন আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবেন।

খাদ্য-বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতিও সামান্য কমে মে মাসের ৯ দশমিক ৪২ শতাংশ থেকে জুনে হয়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। 

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামীতে মূল্যস্ফীতি আরও কমবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে।

তিনি লিখেন, জুন ২০২৫ মাসের উপাত্ত অনুযায়ী পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ কম। খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে  হ্রাস পেয়ে ৭.৩৯ শতাংশে দাঁড়িয়েছে যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

প্রেস সচিব আরও বলেন, খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com