ঢাকা: যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বাকি চারটি দেশ হলো দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, জর্ডান ও ওমান।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) খবরে এ তথ্য বলা হয়েছে।
এতে বলা হয়েছে, ওই দেশগুলোতে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম শুরু করতে সম্মতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।
সেই চিঠিতে বলা হয়েছে, “ওই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে সকল প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে।”
এ নিয়ে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বাসসকে জানিয়েছেন আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার জন্য ইসি প্রস্তুত থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
মহাপরিচালক মি. কবীর বাসসকে আরো জানিয়েছেন, জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম চলতি মাসেই উদ্বোধন হতে পারে।
গত দোসরা জুলাই ইসির জাতীয় এনআইডি অনুবিভাগ প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রবাসেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের উদ্দেশ্যে কার্যক্রম শুরুর সম্মতি প্রদান সংক্রান্ত এ চিঠি পররাষ্ট্র সচিবকে দেওয়া হয়েছে।
পররাষ্ট্র সচিবকে দেওয়া ইসির সেই চিঠিতে বলা হয়েছে, “বিশ্বের ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে জাতীয় পরিচয়পত্র প্রদানের লক্ষ্যে নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।”
এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতিক্রমে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।