শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
 
জাতীয়
গুমে সংশ্লিষ্টতা প্রমাণ হলে সেনাসদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা: সেনাসদর





নিজস্ব প্রতিবেদক
Thursday, 3 July, 2025
9:46 PM
 @palabadalnet

   সংবাদ সম্মেলনে কথা বলেন কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

সংবাদ সম্মেলনে কথা বলেন কর্নেল মো. শফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: গুমের সঙ্গে কোনো সেনাসদস্যের সংশ্লিষ্টতা প্রমাণ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সেনাসদর জানিয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামরিক অপারেশনস পরিদপ্তরের কর্মকর্তা কর্নেল মো. শফিকুল ইসলাম এ কথা জানান।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন সদস্য ডেপুটেশনে বিভিন্ন সংস্থায় থাকে। এই সংস্থাগুলো আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন নয়।”

কর্নেল মো. শফিকুল বলেন, “কিছু সেনাসদস্য যারা ডেপুটেশনে ছিল, তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ এসেছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। তদন্তে যদি তাদের বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে।”

“বাংলাদেশ সেনাবাহিনী এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে,” যোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, “মবের ঘটনা প্রত্যাশিত না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে আমরা সোচ্চার আছি। আপনারা দেখেছেন পটিয়ার ঘটনায় সেনাবাহিনী অতি দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। মবের সঙ্গে জনদুর্ভোগের একটা কানেকশন আছে। সেজন্য জনদুর্ভোগ কমিয়ে আনতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2025
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com